উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে

MD Nur

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট সমস্যা 

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। উইন্ডোজ ১০ এ মোবাইল হটস্পট সুবিধা অনেক সময় আমাদের ইন্টারনেট অন্য ডিভাইসে শেয়ার করার জন্য প্রয়োজন হয়। ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজনীয়। আমরা কাজের জন্য বিনোদনের জন্য কিংবা শিখা গ্রহণের জন্য সবসময় ইন্টারনেটের ওপর নির্ভরশীল।অনেক সময় আমরা আমাদের কম্পিউটার,ল্যাপটপ থেকে ইন্টারনেটের জন্য ডিভাইস শেয়ার করতে চাই 

এজন্য উইন্ডোজ টেন এ হটস্পট ফিচার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আপনার পিসিতে বা ল্যাপটপে হটস্পট সচল রাখতে এবং ঠিক রাখতে আমাদের দেওয়া পরামর্শ অনুসরণ করুন। 

 আমার বিস্তারিত আলোচনা 

মোবাইল হটস্পট কি?

মোবাইল হটস্পট হল এমন একটি ফিচার যার মাধ্যমে আপনার কম্পিউটার বা ল্যাপটপ একটি ওয়ারলেস রাউটার হিসেবে কাজ করে। এর মাধ্যমে আপনি অন্য মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপ সহজে ইন্টারনেট শেয়ার করতে পারেন। এর মাধ্যমে আপনি যেখান থেকে হটস্পটটি নিবেন তার কাছ থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এখন মানুষের দৈনন্দিন জীবনে ইন্টারনেট অনেক জায়গায় ইন্টারনেট প্রয়োজন। 

কেন এই সমস্যা হয়? 

পাওয়ার সেভিং : উইন্ডোজ অনেক সময় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক এডাপটার বন্ধ করে দেই। এর ফলে হটস্পট হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। 
নেটওয়ার্ক ড্রাইভারের সমস্যা : পুরনো বা আপডেট না হওয়ায় wi-fi এডাপটার ড্রাইভার হটস্পট ফিচারের সঙ্গে অসামঞ্জস্য তৈরি করে। 
ইন্টারনেট কানেকশন শেয়ারিং ত্রুটি : উইন্ডোজ টেন এ হটস্পট ফিউচার ICS এর উপর নির্ভরশীল। যদি এই সার্ভিসটি সঠিকভাবে কাজ না করে তবে হটস্পটি হঠাৎ বন্ধ হয়ে যায়।
সীমিত সংযোগ বা ডেটা ব্যবহার : কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডেটা কারণে শেয়ারিং ব্লক করে দিতে পারে।
হটস্পট ইনএকটিভ থাকা : যদি অনেকক্ষণ কোন ডিভাইস হটস্পট কানেক্ট না থাকে,তাহলে উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দে। 
উইন্ডোজ আপডেটের বাগ : অনেক সময় নতুন আপডেটের কিছু বাগ থেকে যায় যার কারণে হটস্পট ঠিক থাকে না। 

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হচ্ছে? সমাধান করুন। 

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কি বারবার বন্ধ হচ্ছে?  নিচেদের সমাধান দেওয়া হল। মানুষের এখন দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইন্টারনেটের মাধ্যমে বসে কেনাকাটা অনেক কিছু অর্ডার করা অনেক কিছু নিয়ে আসা। এ সকল কাজ মানুষ এখন ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে করে থাকছে। এই সময় এসে ইন্টারনেট একটি অতি জনপ্রিয় জিনিস হয়ে উঠেছে। উইন্ডোজ টেন ব্যবহারকারীদের জন্য মোবাইল হটস্পট একটি দরকারীয় ফিচার।,যা অন্য ডিভাইসের সাথে ইন্টারনেট শেয়ার করতে সাহায্য করে। তবে অনেক সময় দেখা যায়, উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হচ্ছে, যা বিরক্ত কর এবং কাজে ব্যাঘাত ঘটাতে পারে। এর অন্যতম কারণ হতে পারে পাওয়ার সেভার মোড, নেটওয়ার্ক ড্রাইভার আপডেটেড অভাব, সিস্টেম সেটিংসের ভুল কনফিগারেশন, বা ইন্টারনেট সংযোগের অস্থিরতা। এছাড়াও যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার অত্যাধিক গরম হয়ে যায়,তবে উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে কিছু ফিচার বন্ধ করে দেই যার মধ্যে হস্পট অন্তর্ভুক্ত। 

এই সমস্যা সমাধান প্রথমেই ড্রাইভার আপডেট করুন এবং পাওয়ার সেভার মুড বন্ধ রাখুন। পাশাপাশি সিস্টেম আপডেট চেক করুন এবং এন্টিভাইরাস বা ফায়ারওয়াল সেটিং পরিবর্তন করে দেখুন,কারণ কিছু নিরাপত্তা সফটওয়্যার মোবাইল হটস্পট ব্লক করতে পারে। মোবাইল হটস্পট টাইম আউট সেটিংস পরিবর্তন করুনযাতে পট স্বয়ংক্রিয় ভাবে বন্ধ না হয়। এছাড়াও যদি অনেক বেশি ডিভাইস সংযুক্ত থাকে, তবে কিছু ডিভাইস ডিসকানেক্ট করে দেখুন।উপরের ধাপ গুলো অনুসরণ করে ডোজ ১০ মোবাইল হটস্পটের কার্যকর সমাধান পেতে পারেন। 

হটস্পট নিউজ নিজে বন্ধ হয়ে যাচ্ছে? সমাধান করুন উইন্ডোজ ১০

উইন্ডোজ ১০ হটস্পট কি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আসুন সমাধান দেখি।উইন্ডোজ টেন মোবাইল হটস্পট অনেক গুরুত্বপূর্ণ, যা ল্যাপটপ বা পিসি ইন্টারনেট অন্য ডিভাইসের সঙ্গে শেয়ার করতে দেই। তবে অনেক ব্যবহারকারীর অভিযোগ করেন যে হটস্পট নিজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে যা কাজের মধ্যে বিরক্তিকর কারণ হতে পারে। সাধারণত আওয়ার সেভার মোড,ইন্টারনেট সংযোগের সমস্যা সেটিংস এর কারনে এই সমস্যা দেখা দেয়। এই সমস্যাটি অনেক প্রচলিত সমস্যা। অনেক মানুষেরই এরকম সমস্যা হয়ে থাকে। এ সমস্যার প্রথম সমাধান সেটিংস ঠিক মতো কনফিগার করা এবং প্রয়োজনীয় আপডেট নিশ্চিত করা।

যদি হটস্পট বারবার বন্ধ হয়ে যায় তাহলে প্রথমে নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করুন, এবং পাওয়ার সেভার মোড বন্ধ করুন। এরপর Windows Mobile Hotspot Timeout এখানকার সেটিংস পুরো পরিবর্তন করে দেখুন। খেয়াল করে দেখবেন যদি অতিরিক্ত ডিভাইস সংযুক্ত থাকে তবে কিছু ডিভাইস ডিসকানেক্ট করে দিবেন। হটস্পট এর সেটিং এ গিয়ে এন্টিভাইরাস ও ফায়ারওয়াল সেটিংসহ চেক করুন কারণ এগুলো হস্পট  ব্লক করতে পারে। উপরের পদ্ধতিগুলো অনুসরণ করলে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়া বন্ধ করতে পারবেন। 

নেটওয়ার্ক অ্যাডাপটার সমস্যা ও এর সমাধান 

কম্পিউটার ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে নেটওয়ার্ক এডাপটার সমস্যা। এটি সাধারনত ড্রাইভার আপডেটের অভাব, হার্ড ওয়ার এ কারণে ঘটে। অনেক সময় দেখা যায় ঠিকঠাক ইন্টারনেট সংযোগ কাজ করছে না, কিংবা No Intarnat Access এর মত ত্রুটি দেখায়। এছাড়াও, উইন্ডোস আপডেটের পর কিছু সময় নেটওয়ার্ক কাজ না করাও একটি সাধারন সমস্যা। যার কারণে অনলাইন কাজ বা ইন্টারনেট বিভিন্ন কাজ করা সম্ভব হয় না। তাই এর সমস্যার সঠিক সমাধান জানা অত্যন্ত জরুরী। 

নেটওয়ার্ক এডাপ্টারের সমস্যা সমাধান প্রথমে ডিভাইস ম্যানেজার থেকে নেটওয়াক ড্রাইভার আপডেট করুন। এরপর Windows Network Troubleshooter চালান, যা স্বয়ংক্রিয়ভাবে সমস্যার কারণ সনাক্ত করতে পারে। যদি সমস্যাটি সমাধান না হয়, তবে নেটওয়ার্ক রিসেট করুন, তাই সেগুলো করা দরকার। এছাড়া আইপি রেশন চেক করুন। এই পদ্ধতি গুলো অনুসরণ করলে নেটওয়ার্ক আর সমস্যা কার্যক্রম সমাধান করা সম্ভব এবং ইন্টারনেট সংযোগ দ্রুত পুনরুত ধারণ করা যাবে।

ইন্টারনেট কানেকশন স্থির থাকা 

অনলাইনে কাজ করার সময় ইন্টারনেট কানেকশন অস্থির থাকা ওই বিরক্তিকর একটি সমস্যা। এটি সাধারণত অনেক দুর্বল নেটওয়ার্ক, রাউটারের ভুল কনফিগার, ব্যান্ডউইথ সমস্যা অথবা যে ইমরানের ইউজ করছেন সেই ইন্টারনেট সমস্যা। বিশেষ করে ভারী ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং এর ত্রুটি থেকে সৃষ্টি হতে পারে। অনেক সময় দেখা যায় কিছুক্ষণ ভালো কাজ করে আবার হঠাৎ ধীরগতি হয়ে যায় বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিশেষ করে ভারী ব্রাউজিং ভিডিও স্ট্রিমিং গেমিং এর সময় এই সমস্যা আরও হয়ে ওঠে রাউটার অবস্থান অনেক বেশি সংযুক্ত থাকে কিংবা ব্ল্যাক গ্রাউন্ডে চলমান অ্যাপ গুলো সমস্যার কোনো কারণ হতে পারে। 

এই সমস্যার সমাধানে প্রথমেই রিস্টার্ট করুন এবং এটি এমন স্থানে রাখুন যেখানে নেটওয়ার্ক বেশি শক্তিশালী থাকে। আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তবে অপ্রয়োজনীয় ডিভাইস গুলো কানেক্ট করুন বেশি সংখ্যক ডিভাইস কানেক্ট ব্যান্ডউইথ কমে যেতে পারে। এছাড়াও নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করুন এবং সেটিংস পরিবর্তন করে দেখুন। যদি ইন্টারনেট বারবার ডিসকানেক্ট হয়, তবে কেবল কানেকশন চেক করুন এবং প্রয়োজনে একটি ইন্টারনেট কানেকশন ব্যবহার করে সমস্যার সনাক্ত করুন। এই সঠিক পদ্ধতি গুলো অনুসরণ করলে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্যাটি দূর হবে। 

সিস্টেম সেটিংস টাইম আউট অপশন চালু থাকা 

উইন্ডোজ টেন মোবাইল হটস্পট ব্যবহারকারীদের জন্য একটি দরকারিও ফিচার ল্যাপটপ বা পিসির ইন্টারনেট অন্য ডিভাইসের সংযোগ ভাগ করে নিতে সাহায্য করে। তবে অনেক সময় দেখা যায় উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে, যার প্রধান কারণ হতে পারে সিস্টেম সেটিংস মাউথ অপশন চালু থাকা। ডিফল্টভাবে নির্দিষ্ট সময় যদি কোন ডিভাইস তো না থাকে টা ট্রান্সফার না হয় তাহলে হটস্পট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে যে সকল ব্যবহারকারী স্থায়ীভাবে হটস্পট চালু রাখতে চান তাদের জন্য টাইম আউট সেটিংস পরিবর্তন করা জরুরী। 

এই সমস্যাটি অনেক ধরনের সমাধান রয়েছে, প্রথমে সেটিংসে গিয়ে ওয়াইফাই অতিরিক্ত যারা কানেক্ট আছে তারা কে ডিসকানেক্ট করা। অতিরিক্ত কানেক্ট থাকলে ওয়াইফাই রাউটারের সমস্যা হয় কিছুক্ষণ পরপর ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায়। যদি দেখেন রাউটারের সমস্যা রাউটারটি চেঞ্জ করে নেওয়া। অনেক সময় দেখা যায় রাউটারের সমস্যা থাকে যার কারণে ইন্টারনেট স্পিড অনেক স্লো দেয় এবং ডিসকানেক্ট ও হয়ে যায়। অনেক সময় আবার বেশি হার্ড ওয়েবসাইট ব্যবহার করলে ডিসকানেক্ট হয়ে যায়। সেটিং থেকে এই সমস্যাগুলো পরিবর্তন করলে আশা করা যায় সমস্যা সমাধান হবে। 

সিস্টেম আপডেটের অভাব 

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের মধ্যে অনেকেই করে যে মোবাইল হটস্পট ঠিকমতো কাজ করে না বা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো সিস্টেম আপডেটের অভাব। এটির কারণে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে। অনেক সময়, উইন্ডোজ পুরনো সংস্করণ কিছু কারিগরি ত্রুটি থাকতে পারে, যা মোবাইল হটস্পট এর আবেগ কার্যকারী তাকে ব্যাহত করে। বিশেষ আপডেট না করলে এবং প্রয়োজনীয় ফিচার ঠিকমতো কাজ না হতে পারে। 

এ সমস্যার সমাধান আপনার উইন্ডোজ সিস্টেম আপডেট চেক করুন এবং তা যদি না করা থাকে তাহলে করে নিন। এছাড়া নেটওয়ার্ক এডাপ্টার ড্রাইভার আপডেট করুন যা অনেক ক্ষেত্রে পাসপোর্ট ব্যবহার সমাধান করতে পারে। 

নেটওয়ার্ক শেয়ারিং সেটিং ভুল কনফিগার করা 

অনেক ব্যবহারকারী অভিযোগ করে যে উইন্ডোজ টেন মোবাইল network শেয়ারিং ভুল কনফিগার করা থাকার কারণে ইন্টারনেট শেয়ারিং ঠিকমতো কাজ করছে না। সাধারণত এই সমস্যাটি দেখাতেই নেটওয়ার্ক আর সঠিকভাবে সেটআপ করা হয় না, ফায়ারওয়াল বা এন্টিভাইরাস হটস্পট ব্লক করছে কিংবা হস্পট এ অনেকগুলো কানেক্ট থাকলে অটোমেটিক অফ হয়ে যায় যার কারনে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে।এছাড়াও ভুল কনফিগারেশন windows ডেট এরপর সেটিংসে হওয়ার এ সমস্যা দেখা দিতে পারে। 

এ সময় কার্যকর সমাধানের জন্য প্রথমে Control panel > Network and sharing ceteng > change adepter settings এ গিয়ে ইন্টারনেট শেয়ারিং অপশন সক্রিয় করুন। এরপর ভোটের জন্য ব্যবহৃত নেটওয়ার্ক এডাপ্টারের প্রপার্টিজে গিয়ে " Allow other network users to connect "
অপশনটি চালু করুন যদি সমস্যাটি এখনো থেকে যায় তবে  Windows Network Troubleshooter চালান, নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করুন এবং প্রয়োজনে Windoes Firewall সেটিংস চেক করুন। উনি যদি উপরোক্ত ধাপগুলো অনুসরণ করেন তাহলে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্যাটি দূর হবে। 

শেষে মতামতঃউইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে এটির সমাধান 

উপরে লেখাগুলোতে দেওয়া আছে  উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে।উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট একটি কার্যকর ফিচার।যা ল্যাপটপ বা ডেক্সটপ থেকে সহজে ইন্টারনেট শেয়ারকরার সুযোগ দেই।   এখনকার যুগে ইন্টারনেট সব। প্রত্যেক মানুষেরই ইন্টারনেটে এক একটি কাজ রয়েছে। ইন্টারনেট এমন একটি জিনিস হয়ে পড়েছে যা মানুষকে অনেক কাজে সহযোগিতা করে মানুষের অনেক কঠিন কাজ সহজ করে দিয়েছে। এই ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারি,অনলাইন থেকে জিনিস অর্ডার দিয়ে বাসায় বসে পেতে পারি খুব সহজে, সবকিছুই এখন অনলাইনে ইন্টারনেটের মাধ্যমেই করা যায়। আর এই ইন্টারনেট খারাপ দিলে অনেক সমস্যাতে পড়ে যায় মানুষ। 

ইন্টারনেট খারাপ দেওয়ার মধ্যে সবথেকে বিরক্তিকর জিনিস হল উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে। যা ব্যবহারকারীদের জন্য বেশি বিরক্ত কারী হতে পারে। এটির একটি সমাধান দরকার। যা আমি উপরে বিশ্লেষণ সহকারে লিখে দিয়েছি।পরিশেষে আমার মতে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট প্রধানের জন্য কিছু সহজ পদ্ধতি অনুসরণ করা উচিত। উপরে দেওয়া ধাপগুলো অনুসরণ করলে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে এটি সমাধান পাওয়া সম্ভব।








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url